বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ বিএফইউজে ও ডিইউজে’র সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত শাস্তির দাবি করেন।
জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, ডিইউজের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী।
বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমীন রোকন, ডিইউজের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আলী আসফার, জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, ডিইউজের কার্যনির্বাহী সদস্য ডি. এম আমিরুল ইসলাম অমর, এইচ এম আল আমিন, কাজী তাজিম উদ্দিন, সাংবাদিক নেতা জাকির হোসেন, সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজের সহসভাপতি শাহীন হাসনাত।